ঢাকা জেলার উপজেলা সমূহ | Upazila List of Dhaka District – ঢাকা বাংলাদেশের রাজধানী যেটা ঢাকা জেলায় অবস্থিত। আমরা অনেকেই জানতে চাই ঢাকা জেলার উপজেলা এর বিষয়ে। কিন্তু সঠিক তথ্য পায় না।
সম্মানিত ভিজিটর, ইনফো বিডি অনলাইন এর পক্ষ থেকে আজ আমি আপনাদের জানাবো ঢাকা জেলার উপজেলা সমূহ এর বিষয়ে। এছাড়াও জানাবো ঢাকা জেলার ইউনিয়ন, ঢাকা জেলার জনসংখ্যা কত, ঢাকা জেলার ম্যাপ, ঢাকা জেলার বিখ্যাত ব্যক্তি, ঢাকা জেলার বিখ্যাত স্থান সহ আরোও অনেক বিষয়।
আরোও পড়ুনঃ Weight Loss Doctor in Bangladesh

ঢাকা জেলার উপজেলা সমূহ
ঢাকা জেলার উপজেলা সমূহ ৫টি। যেমন- দোহার, ধামরাই, সাভার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ।
ঢাকা জেলার ইউনিয়ন
ঢাকা জেলার ইউনিয়ন সমূহ- সাভার উপজেলায় ১২টি ইউনিয়ন, নবাবগঞ্জ উপজেলায় ১৪ টি, দোহার উপজেলায় ৮টি, কেরানীগঞ্জ উপজেলায় ১২টি, তেজগাঁও উন্নয়ন সার্কেলে ১৭টি ইউনিয়ন, ধামরাই উপজেলায় ১৬টি ইউনিয়ন রয়েছে।
ঢাকা জেলার জনসংখ্যা কত
বাংলাদেশের সকল জেলায় জনসংখ্যা বাড়ছে। ঢাকা জেলায় ও জনসংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।আমরা যারা ঢাকা জেলায় বাস করি তাদের জানা দরকার ঢাকা জেলার জনসংখ্যা কত । ২০১১ সালের হিসাব অনুযায়ী ঢাকা জেলার জনসংখ্যা প্রায় ১ কোটি ২৫ লক্ষ, ১৮ হাজার জন।
অন্য আর্টিকেল পড়ুনঃ Weight Loss Programs
ঢাকা জেলার পৌরসভা
ঢাকা জেলার পৌরসভা তিনটি- দোহার, সাভার ও ধামরাই।
ঢাকা জেলার বিখ্যাত ব্যক্তি
ঢাকা জেলায় অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন তাদের মধ্যে কয়েকজন ঢাকা জেলার বিখ্যাত ব্যক্তি এর নাম উল্লেখ করা হলো। যেমন- নবাব আব্দুল গনি, খাজা সলিমুল্লাহ, আজম খান, কবি শামসুর রহমান, আব্দুর রহমান বয়াতি, নবাব খাজা আহসানউল্লাহ ইত্যাদি ।
ঢাকা জেলার বিখ্যাত স্থান
আপনি যদি ঢাকা জেলায় বেড়াতে যান তাহলে ঢাকা জেলার বিখ্যাত স্থান বা দর্শনীয় স্থান এর বিষয়ে জ্ঞান থাকা ভাল। ঢাকা জেলার বিখ্যাত স্থান এর নাম- ঢাকার জাদুঘর, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা শিশু পার্ক, ফ্যান্টাসি কিংডম, তাজমহল বাংলাদেশ, লালবাগের কেল্লা, রামকৃষ্ণ মন্দির-সূত্রাপুর, ইত্যাদি।
ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে
বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারন জ্ঞান প্রশ্ন হয় ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে ? এছাড়াও এই বিষয়টি আমাদের জানা থাকা ভাল। ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় ১৬১০ সালে। সম্রাট ইসলাম খান চিশতী সুবাহ এটি স্থানান্তর করেন।
আরোও পড়ুনঃ Weight Loss Meal Plans
ঢাকার রাজধানী কোথায়
প্রথমে বাংলার বা ঢাকার রাজধানী রাজমহল ছিল। পরে এটি ঢাকায় খ্রীষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
ঢাকা জেলার ম্যাপ বা মানচিত্র
আমরা যারা ঢাকা জেলায় থাকি তারা ঢাকা জেলার ম্যাপ বা মানচিত্র সম্পর্কে জানতে চাই।আপনি চাইলে ঢাকা জেলার ম্যাপ দেখতে এই লিংক এ যেতে পারেন।
ঢাকা বিভাগ পরিচিতি
আমরা এখানে সংক্ষেপে ঢাকা বিভাগ পরিচিত জানবো। যেমন কয়টি জেলা, থানা, ইউনিয়ন ইত্যাদি।
আরোও পড়ুনঃ Online Motorcycle Insurance in Bangladesh
ঢাকা বিভাগের ১৩ টি জেলার নাম
ঢাকা বিভাগের ১৩ টি উপজেলার নাম – কিশোরগঞ্জ জেলা, গাজীপুর জেলা, গোপালগঞ্জ জেলা , টাঙ্গাইল জেলা, ঢাকা জেলা , নরসিংদী জেলা , নারায়ণগঞ্জ জেলা , ফরিদপুর জেলা, মাদারীপুর জেলা, মানিকগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা, রাজবাড়ী জেলা, শরীয়তপুর জেলা।
ঢাকা কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ বেনারশি শাড়ী, বাকরখানি এবং বিরিয়ানি।
ঢাকার জনসংখ্যা কত ২০২১ ?
উত্তরঃ ঢাকার জনসংখ্যা কত ২০২১ গনণা করা হয় নি তবে ২০১১ সাল অনুযায়ী প্রায় ১ কোটি ২৫লাখ ১৮ হাজার।
ঢাকা জেলা কয়টি থানা ?
উত্তরঃ ঢাকা জেলার থানা ৫ টি।
ঢাকা জেলার ইউনিয়ন কয়টি ?
উত্তরঃ ঢাকা জেলার ইউনিয়ন মোট ৭৯ টি।
ঢাকা বিভাগের জেলা সমূহ কয়টি ও কি কি ?
উত্তরঃ ঢাকা বিভাগের ১৩ টি জেলা আছে।
সম্মানিত ভিজিটর, আশা করি আপনি ঢাকা জেলার উপজেলা সমূহ , ঢাকা জেলার ইউনিয়ন, ঢাকা জেলার জনসংখ্যা কত, ঢাকা জেলার ম্যাপ, ঢাকা জেলার বিখ্যাত ব্যক্তি, ঢাকা জেলার বিখ্যাত স্থান সহ আরোও অনেক বিষয়ে জানতে পেরেছেন। ধন্যবাদ।
অন্য পোস্ট পড়ুনঃ Sonali Life Insurance Board of Directors | List of Insurance Companies in Bangladesh