বরিশাল জেলার উপজেলা সমূহ | বরিশাল নামকরণের ইতিহাস

বরিশাল জেলার উপজেলা সমূহ
বরিশাল জেলার উপজেলা সমূহ

বরিশাল জেলার উপজেলা সমূহ | বরিশাল নামকরণের ইতিহাস – বরিশাল বাংলাদেশের দক্ষিন অঞ্চলের একটি জেলা। এই জেলায় যদি আপনি বাস করেন তাহলে এই জেলা সম্পর্কে আপনার জানা দরকার। আপনি হয়তো বরিশাল জেলা এর বিষয়ে অনেক কিছুই জানেন না।

সম্মানিত ভিজিটর, ইনফো বিডি অনলাইন এর পক্ষ থেকে আমি আপনাদের জানাবো বরিশাল বিভাগ, বরিশাল নামকরণের ইতিহাস , বরিশাল জেলার ইতিহাস , বরিশাল জেলার উপজেলা সমূহ , বরিশাল জেলার পৌরসভা , বরিশাল জেলার ইউনিয়ন বিষয়ে। এছাড়াও আপনি জানতে পারবেন বরিশাল জেলা কোড , বরিশাল জেলার দর্শনীয় স্থান , ইউনিয়নের তালিকা , বরিশাল সদর উপজেলার ইউনিয়ন , বাকেরগঞ্জ ইউনিয়ন সমূহ , বরিশালে শিক্ষার হার , বরিশালের ভোটার তালিকা , বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ইত্যাদি বিষয়ে। বরিশাল সম্পর্কিত বরিশালের পূর্ব নাম কি , বরিশাল জেলা কত সালে প্রতিষ্ঠিত হয় , বরিশাল জেলার আয়তন কত , বরিশাল জেলার গ্রাম কয়টি , বরিশাল কিসের জন্য বিখ্যাত , বরিশাল বিভাগের জনসংখ্যা কত , বরিশালের বিখ্যাত খাবার কি , বরিশাল জেলা কয়টি ইত্যাদি প্রশ্নের উত্তর জানতে পারবেন।

আরোও পড়ুনঃ Rangpur Division District List and Thana List 2021 | রংপুর বিভাগের থানা সমূহ

বরিশাল জেলার উপজেলা সমূহ

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগ ছয় টি জেলা নিয়ে গঠিত। এই জেলায় প্রায় সকল ধর্মাবলম্বীর মানুষ বসবাস করেন।

বরিশাল নামকরণের ইতিহাস

ইতিহাস খুজলে পাওয়া যায় বরিশাল নামকরণের ইতিতাস আছে। কেউ বলেন বরিশালে পূর্বে বড় বড় শাল গাছ জন্মাতো, এই শাল গাছ থেকেই বরিশাল নামকরণ হয়েছে। আবার জানা যায়, বরিশালে বড় বড় যে লবণের গোলা বা চৌকি ছিল সেটাকে ইংরেজ বনিকেরা বরিসল্ট বলতো। এভাবেই বরিশালের নামকরণ হয়।

বরিশাল জেলার ইতিহাস

বরিশাল জেলার ইতিহাস – বরিশাল জেলা পূর্বে বাকেরগঞ্জ জেলা ছিল। পরবর্তীতে ১৮০১ সালের ১লা তারিখে মে স্যার জন শ্যোর এ জেলার সদর দপ্তর এ স্থানান্তরিত হওয়ায় তার নামানুসারে বরিশাল জেলা হয়।

বরিশাল জেলার উপজেলা সমূহ

বরিশাল জেলার উপজেলা সমূহ – বরিশাল জেলায় মোট ১০ টি উপজেলা রয়েছে। সকল উপজেলা সম্পর্কে জানতে ভিজিট করুন।

বরিশাল জেলার পৌরসভা

বরিশাল জেলার পৌরসভা সংখ্যা ৬ টি। সকল পৌরসভার নাম জানতে ভিজিট করুন ।

বরিশাল জেলার ইউনিয়ন

বরিশাল জেলার ইউনিয়ন সংখ্যা মোট ৮৭ টি। আপনি যদি বরিশাল জেলার সকল ইউনিয়ন এর নাম জানতে চান তাহলে ভিজিট করুন।

বরিশাল জেলা কোড

বরিশাল জেলা কোড ৮২০০।

বরিশাল জেলার দর্শনীয় স্থান

বরিশাল জেলার দর্শনীয় স্থান গুলো- বরিশালে অনেক দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য- ১। শাপলা বিল,উজিরপুর,বরিশাল, ২। বিবির পুকুর,বরিশাল সদর উপজেলা,বরিশাল, ৩। কলসকাঠী জমিদার বাড়ি, ৪। শের-ই-বাংলা জাদুঘর, ৫। বরিশাল বিশ্ববিদ্যালয়,বরিশাল ইত্যাদি।

বরিশাল সদর উপজেলার ইউনিয়ন

বরিশাল সদর উপজেলার ইউনিয়ন – বরিশাল সদর উপজেলায় বর্তমানে মোট ১০ টি ইউনিয়ন আছে।

বাকেরগঞ্জ ইউনিয়ন সমূহ

বাকেরগঞ্জ ইউনিয়ন সমূহ – বাকেরগঞ্জ উপজেলায় মোট ১৪ টি ইউনিয়ন আছে। ইউনিয়ন সমূহ

অন্য আর্টিকেল পড়ুনঃ রাজশাহী জেলার থানা সমূহ | রাজশাহী জেলার পৌরসভার নাম

বরিশালে শিক্ষার হার

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশালে শিক্ষার হার -৬৯.৩%। বর্তমানে এর হার বেড়ে গেছে।

বরিশালের ভোটার তালিকা

বরিশালের ভোটার তালিকা – বর্তমানে বরিশালের ভোটার তালিকা ১৭ লাখ ৭৬ হাজার ৫৫৫ জন।

বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান

বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান এর সাইদুর রহমান রিন্টু। তার ফোন নাম্বার-০১৭১৩-০৩২০৮৯।

বরিশাল সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তরঃ

বরিশালের পূর্ব নাম কি ?

উত্তরঃ বরিশালের পূর্ব নাম বাকেরগঞ্জ।

বরিশাল জেলা কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ বরিশাল জেলা ১৭৯৭ সালে প্রতিষ্ঠিত হয় ।

বরিশাল জেলার আয়তন কত ?

উত্তরঃ বরিশাল জেলার আয়তন ২,৭৮৪.৫২ বর্গকিমি।

বরিশাল জেলার গ্রাম কয়টি ?

উত্তরঃ বরিশাল জেলার মোট ১১১৬ টি গ্রাম।

বরিশাল কিসের জন্য বিখ্যাত ?

উত্তরঃ বরিশাল আমরার জন্য বিখ্যাত।

বরিশাল বিভাগের জনসংখ্যা কত ?

উত্তরঃ বরিশাল বিভাগের জনসংখ্যা প্রায় ৮১, ৭৩, ৭১৮ জন।

বরিশালের বিখ্যাত খাবার কি ?

উত্তরঃ বরিশাল দধি ও মিষ্টির জন্য বিখ্যাত ।

বরিশাল জেলা কয়টি ?

উত্তরঃ বরিশাল ছয় টি জেলা নিয়ে গঠিত।

সম্মানিত ভিজিটর, আশা করি আপনি বরিশাল বিভাগ, বরিশাল নামকরণের ইতিহাস , বরিশাল জেলার ইতিহাস , বরিশাল জেলার উপজেলা সমূহ , বরিশাল জেলার পৌরসভা , বরিশাল জেলার ইউনিয়ন বিষয়ে পেরেছেন। এছাড়াও আপনি জানতে পেরেছেন বরিশাল জেলা কোড , বরিশাল জেলার দর্শনীয় স্থান , ইউনিয়নের তালিকা , বরিশাল সদর উপজেলার ইউনিয়ন , বাকেরগঞ্জ ইউনিয়ন সমূহ , বরিশালে শিক্ষার হার , বরিশালের ভোটার তালিকা , বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ইত্যাদি বিষয়ে। বরিশাল সম্পর্কিত বরিশালের পূর্ব নাম কি , বরিশাল জেলা কত সালে প্রতিষ্ঠিত হয় , বরিশাল জেলার আয়তন কত , বরিশাল জেলার গ্রাম কয়টি , বরিশাল কিসের জন্য বিখ্যাত , বরিশাল বিভাগের জনসংখ্যা কত , বরিশালের বিখ্যাত খাবার কি , বরিশাল জেলা কয়টি ইত্যাদি প্রশ্নের উত্তর জানতে পেরেছেন।

অন্য পোস্টঃ Dhaka Division District List 2021 | Upazila List | ঢাকা বিভাগের জেলা সমূহ ২০২১

Previous articleল্যাব এইড হাসপাতাল ধানমন্ডি ঢাকা | Labaid Hospital Dhanmondi
Next articleডায়াবেটিস কত হলে মানুষ মারা যায় | ডায়াবেটিস কত হলে ইনসুলিন নিতে হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here