নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম

নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম – সম্মানিত ভিজিটর, আপনি কি নওগা জেলা সম্পর্কে জানতে চান? আমরা এই আর্টিকেলে নওগা জেলার বিভিন্ন বিষয়ে তুলে ধরবো। যেমন নওগাঁ জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধা, নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত সহ অন্যান বিষয় ।

নওগাঁ জেলার উপজেলা সমূহ

আপনি কি নওগাঁ জেলার উপজেলা সমূহ সম্পর্কে জানেন? যারা নওগা জেলায় বসবাস করেন তাদের অনেকেই নওগাঁ জেলার উপজেলা সমূহের নাম জানেন না। নওগা জেলায় উপজেলা রয়েছে এগারো (১১) টি এবং এগুলো হলো ১. পত্নীতলা উপজেলা, ২. ধামইরহাট উপজেলা, ৩. মহাদেবপুর উপজেলা, ৪. পোরশা উপজেলা, ৫. সাপাহার উপজেলা, ৬. বদলগাছী উপজেলা, ৭. মান্দা উপজেলা, ৮. নিয়ামতপুর উপজেলা, ৯. আত্রাই উপজেলা, ১০. রাণীনগর উপজেলা, ১১. নওগাঁ সদর উপজেলা ইত্যাদি।

নওগাঁ জেলার পৌরসভা কয়টি

নওগাঁ জেলার পৌরসভা কয়টি তা বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ হয়তো জানেন না। নওগাঁ জেলাতে পৌরসভা রয়েছে তিন (৩) টি এবং এগুলো হলো ১. নওগাঁ পৌরসভা, ২. নজিপুর পৌরসভা, ৩. ধামইরহাট পৌরসভা।

নওগাঁ জেলার থানা কয়টি নাম কি

আপনি কি জানেন নওগাঁ জেলার থানা কয়টি নাম কি কি? নওগা জেলাতে থানা রয়েছে এগারো (১১) টি এবং এগুলো হলো ১. মহাদেবপুর থানা, ২. বদলগাছী থানা, ৩. পত্নীতলা থানা, ৪. ধামইরহাট থানা, ৫. নিয়ামতপুর থানা, ৬. মান্দা থানা, ৭. আত্রাই থানা, ৮. রাণীনগর থানা, ৯. নওগাঁ সদর মডেল থানা,নওগাঁ, ১০. পোরশা থানা এবং ১১. সাপাহার থানা।

নওগাঁ জেলার ইউনিয়ন কয়টি

নওগাঁ জেলার ইউনিয়ন কয়টি রয়েছে তা হয়তো অনেকেই জানেন না। নওগাঁ জেলাতে ইউনিয়ন রয়েছে নিরানব্বই (৯৯) টি।

নওগাঁ জেলার গ্রাম কয়টি

নওগাঁ জেলার গ্রাম কয়টি এই বিষয়ে নওগাঁ বাসীর জানা দরকার। নওগাঁ জেলাতে গ্রাম রয়েছে প্রায় দুইশত চৌদ্দ (২১৪) টি।

নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম

নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম এখানে উল্লেখ করা হলো – ১. ইতিহাসবিদ, অক্ষয়কুমার মৈত্রেয়, ২. কবি, তালিম হোসেন, ৩. সঙ্গীত শিল্পী, জেমস, ৪. রাজনীতিবিদ, আব্দুল জলিল, ৫. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পীকার, মোহাম্মদ বায়তুল্লাহ সহ অনেকে।

নওগাঁ জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধা

নওগাঁ জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – ১. মোহাম্মদ আব্দুল জলিল, ২. সাধন চন্দ্র মজুমদার, ৩. মোঃ সাহেব উদ্দিন, ৪. মোঃ কাওসার আলী মোল্লা, ৫. বিজয় প্রামানিক সহ অনেকে। নওগা জেলার সকল মুক্তিযোদ্ধার তালিকা দেখতে ভিজিট করুন।

নওগাঁ জেলার বিখ্যাত খাবার

নওগাঁ জেলার বিখ্যাত খাবার এর মধ্যে রয়েছে প্যারা সন্দেশ, রসকদম সহ অনেক কিছু।

নওগাঁ জেলার আয়তন কত

নওগাঁ জেলার আয়তন কত তা কি আপনি জানেন? নওগাঁ জেলার আয়তন প্রায় ৩,৪৩৫.৬৭ বর্গকিমি।

নওগাঁ জেলার বিখ্যাত স্থান

নওগাঁ জেলার বিখ্যাত স্থান গুলোর মধ্যে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ, পতিসর রবীন্দ্র কুঠিবাড়ি, শালবন জাতীয় উদ্যান, আলতাদিঘী সহ অনেক জায়গা।

নওগাঁ জেলার সবচেয়ে বড় থানা কোনটি

নওগাঁ জেলার সবচেয়ে বড় থানা কোনটি তা কি আপনি জানেন? নওগাঁ জেলার মধ্যে নিয়ামতপুর উপজেলা সবথেকে বড়।

নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত?

নওগাঁ জেলা ধান উৎপাদনে বিখ্যাত।

মুক্তিযুদ্ধের সময় নওগাঁ জেলা কত নম্বর সেক্টরে ছিল?

মুক্তিযুদ্ধের সময় নওগাঁ জেলা ৭ নম্বর সেক্টরে ছিল।

সম্মানিত ভিজিটর, আশা করি আপনি নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত এবং নওগা জেলার বিখ্যাত খাবার সহ অন্যান্য বিষয়ে জানতে পেরেছেন।

Leave a Comment