রংপুর জেলার পৌরসভা কয়টি | রংপুর জেলার ইউনিয়ন কয়টি – সম্মানিত ভিজিটর, আপনি কি রংপুর জেলার বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চান? আমরা এই আর্টিকেলে রংপুর জেলার বিখ্যাত ব্যক্তি, রংপুর বিভাগের জেলা সমূহ, রংপুরের বিখ্যাত মুক্তিযোদ্ধা সহ অন্যান্য বিষয়ে তুলে ধরছি।
রংপুর জেলার উপজেলা সমূহ
বাংলাদেশের রংপুর জেলা ও অন্যান্য জেলার মানুষ জানেন না রংপুর জেলার উপজেলা সমূহ কতটি এবং কি কি? রংপুর জেলাতে আটটি (৮) উপজেলা রয়েছে এবং এই উপজেলা গুলো হলো ১. কাউনিয়া উপজেলা, ২. গংগাচড়া উপজেলা, ৩. তারাগঞ্জ উপজেলা, ৪. পীরগঞ্জ উপজেলা, ৫. পীরগাছা উপজেলা, ৬. বদরগঞ্জ উপজেলা, ৭. মিঠাপুকুর উপজেলা এবং 8. রংপুর সদর উপজেলা।
রংপুর জেলার পৌরসভা কয়টি
রংপুর জেলার পৌরসভা কয়টি আছে তা কি জানেন? রংপুর জেলাতে তিন (৩) টি পৌরসভা রয়েছে এবং পৌরসভা গুলো হলো ১. বদরগঞ্জ পৌরসভা, ২. হারাগাছ পৌরসভা ও ৩. পীরগঞ্জ পৌরসভা ইত্যাদি।
রংপুর এর থানা কয়টি ও কি কি?
যারা রংপুর জেলাতে বসবাস করেন তাদের জানা উচিৎ রংপুর এর থানা কয়টি ও কি কি? রংপুর জেলাতে থানা রয়েছে সাত (৭) টি এবং এগুলো হলো ১. কাউনিয়া থানা, ২. গাচড়া থানা, ৩. তারাগঞ্জ থানা, ৪. পীরগঞ্জ থানা, ৫. পীরগাছা থানা, ৬. বদরগঞ্জ থানা, ৭. মিঠাপুকুর থানা ইত্যাদি।
রংপুর জেলার ইউনিয়ন কয়টি
রংপুর জেলার ইউনিয়ন কয়টি রয়েছে এই বিষয়টি রংপুর জেলার মানুষ অনেকেই জানেন না। রংপুর জেলাতে ইউনিয়ন রয়েছে ছিয়াত্তর (৭৬) টি।
রংপুর জেলায় কয়টি গ্রাম আছে?
রংপুর জেলায় কয়টি গ্রাম আছে তা কি আপনি জানেন? রংপুর জেলাতে প্রায় বারোশত ছয় (১২০৬) টি গ্রাম রয়েছে।
রংপুর জেলার সংসদীয় আসন সংখ্যা কত?
আপনি কি জানেন রংপুর জেলার সংসদীয় আসন সংখ্যা কত? রংপুর জেলাতে সংসদীয় আসন রয়েছে ছয় (৬) টি।
রংপুর জেলার বিখ্যাত ব্যক্তি
রংপুর জেলার বিখ্যাত ব্যক্তির মধ্যে অনেকেই রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগন হলো বেগম রোকেয়া, যিনি ছিলেন মুসলিম জাগরনের নেত্রী। হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন একসময়ের সেনাপ্রধান এবং রাজনীতিবিদ। এম এ ওয়াজেদ মিয়া নামকরা পরমাণু বিজ্ঞানী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। এছাড়াও অনেকেই আছেন যেমন টিপু মুন্সি,মসিউর রহমান রাঙ্গা, নাসির হোসেন ইত্যাদি।
রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান
বর্তমান রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন মোছাদ্দেক হোসেন বাবলু।
রংপুর সিটি কর্পোরেশন কর্মকর্তা
আপনি যদি রংপুর সিটি কর্পোরেশনে কোন ব্যবসা বা অন্য কোন কিছু করতে চান তাহলে রংপুর সিটি কর্পোরেশন কর্মকর্তা দের সাথে যোগাযোগ করতে পারেন।
রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোবাইল নম্বর
যারা রংপুর জেলাতে বসবাস করেন তারা অনেকেই রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোবাইল নম্বর জানতে চান। রংপুর সিটি কর্পোরেশন অফিসের নাম্বার ০৫২১-৫৬৭৮৪।
রংপুর জেলার বিখ্যাত স্থান
দর্শনীয় স্থান রংপুর জেলাতে অনেক আছে । রংপুর জেলার বিখ্যাত স্থান গুলোর মধ্যে অন্যতম হলো ভিন্ন জগৎ পার্ক, রংপুর চিড়িয়াখানা, পায়রাবন্দর, তাজহাট রাজবাড়ী, ইটাকুমারী জমিদার বাড়ি ইত্যাদি।
রংপুরের বিখ্যাত মুক্তিযোদ্ধা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রংপুর জেলার অনেক মুক্তিযোদ্ধা ছিল । রংপুরের বিখ্যাত মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের নাম হলো ১. বীর প্রতীক, হারিছ মিয়া, ২. রফিকুল ইসলাম গোলাপ, ৩. মরহুম মো: আজমল, ৪. মোজাফ্ফর প্রধান, ৫. সেলিম চৌধুরী, শাহ্ সহ অনেকেই।
মুক্তিযুদ্ধের সময় রংপুর কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
রংপুর তথা বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা জানেন না মুক্তিযুদ্ধের সময় রংপুর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? রংপুর জেলা মুক্তিযুদ্ধের সময় ছয় (৬) নাম্বার সেক্টরের অধীন ছিল।
রংপুরের বিখ্যাত খাবার হোটেল
রংপুর যদি আপনি কখনো ভ্রমনে যান তাহলে রংপুরের বিখ্যাত খাবার হোটেল সম্পর্কে জ্ঞান থাকলে ভাল। রংপুর অনেক খাবার হোটেল রয়েছে এর মধ্যে বিখ্যাত খাবার হোটেলের নাম মৌবন, হোটেল নর্থ ভিউ, খেয়া পার্ক রেস্টুরেন্ট, সিসিলি ইত্যাদি।
রংপুর শত্রুমুক্ত হয় কবে?
রংপুর শত্রুমুক্ত হয় ১৫ ডিসেম্বর ১৯৭১ সালে।
রংপুর বিভাগে কয়টি উপজেলা আছে?
রংপুর বিভাগে আটান্ন (৫৮) টি উপজেলা আছে।
রংপুর এর পূর্ব নাম কি ছিল?
রংপুর এর পূর্ব নাম কি ছিল জঙ্গপুর।
সম্মানিত ভিজিটর, আশা করি আপনি রংপুর জেলার পৌরসভা কয়টি এবং রংপুর জেলার ইউনিয়ন কয়টি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পেরেছেন।