বিদেশি মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম

বিদেশি মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম
বিদেশি মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম

বিদেশি মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম – আপনি যদি বিদেশ থেকে কোন ফোন নিয়ে আসেন অথবা কেউ যদি আপনাকে বিদেশি কোন ফোন উপহার দেয়। সেই মোবাইল টি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে বা আইএমই ডাটাবেজে দিতে হবে। এটাকে বৈধ করা বলে।

সম্মানিত ভিজিটর আপনি কিভাবে বিদেশ থেকে নিয়ে আসা মোবাইল রেজিস্ট্রেশন করবেন বা বৈধ করবেন সেই বিষয় নিয়ে জানতে ইনফো বিডি অনলাইন এর পক্ষ থেকে আপনাদের সাথে আমি আছি।

আরোও পড়ুনঃ Online Motorcycle Insurance in Bangladesh

বিদেশি মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম

মোবাইল ফোন রেজিস্ট্রেশন করার নিয়ম

মোবাইল ফোন রেজিস্ট্রেশন করার নিয়ম – আপনি চাইলে বিদেশ থেকে নিয়ে আসা মোবাইল ফোন খবু সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন।

অনলাইন মোবাইল রেজিস্ট্রেশন

আপনি চাইলে আপনার মোবাইল ফোনটি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করার কিছু নিয়ম রয়েছে।

আরোও পড়ুনঃ Weight Loss Doctor in Bangladesh

হ্যান্ডসেট নিবন্ধন করার নিয়ম

আপনি আপনার মোবাইল ফোন নিবন্ধন করার জন্য আপনার পিসি বা মোবাইল থেকে যেকোন ব্রাউজার ওপেন করবেন। এরপর যাবেন এনইআইআর এর ওয়েবসাইটে। এটি বিটিআরসি এর ওয়েবসাইট। এখানে কিছু নির্দেশিকা আছে এটি আপনাকে ভালভাবে পড়ে নিতে হবে।

প্রথমেই আপনাকে নিবন্ধন অংশে যেতে হবে। এরপর আপনার ফ্রাস্ট নাম, লাস্ট নেম, ইমেইল ও মোবাইল নাম্বার দিয়ে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ইমেইল ও মোবাইল নাম্বার অবশ্যই আপনার নিজের হতে হবে। কোন ফেক ইমেইল ও মোবাইল নাম্বার দিবেন না। কারন এই ইমেইল বা মোবাইল নাম্বার এ একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।

এরপর, পরিচয়পত্রের ধরনের ঘরে আপনার পরিচয় পত্রের ধরন দিবেন। আপনার এনআইডি নাম্বার দিবেন। এখন আপনাকে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। এই এর মধ্যে আপনাকে বড়, ছোট হাতের অক্ষর ও স্পেশাল ক্যারেক্টার মিশিয়ে দিতে হবে। অবশ্যই এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে অথবা ভালো কোথাও সংরক্ষন করতে হবে।

আরোও পড়ুনঃ Guardian Life Insurance Bangladesh | Guardian Life Insurance Hotline

তারপর নিবন্ধনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওয়ান টাইম কোড যাবে। কোডটি দিয়ে দিলে এই ওয়েবসাইটে আপনার একাউন্ট খোলা হয়ে যাবে। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে যেকোন সময় লগইন করতে পারবেন।

যখন আপনি এই ওয়েবসাইটে লগইন করবেন তখন দুটি অপশন দেখতে পাবেন। ১। আইইএমই যাচাই ও ২। বিশেষ নিবন্ধন।

বিশেষ টিপ্সঃ আইএমইআই যাচাই এর জন্য আপনার মোবাইলে *#০৬# ডায়াল করবেন। তাহলে আএমইআই নাম্বার দেখতে পাবেন, এটি বসিয়ে দিলেই হবে। এছাড়া আপনার মোবাইলের কাভারের পিছনে আইএমইআই নাম্বার থাকে এটি বসিয়ে দিলে চেক করতে পারবেন।

বিদেশ থেকে নিয়ে আশা মোবাইল রেজিস্ট্রেশন করা জন্য আপনাকে বিটিআরসি এর ওয়েবসাইটে লগইন করে বিশেষ নিবন্ধন অপশনে গিয়ে আইএমইআই নাম্বার ও ডকুমেন্ট দিতে হবে। আপনার ডকুমেন্ট যদি বৈধ হয় তাহলে আপনার বিদেশ থেকে আনা মোবাইল রেজিস্ট্রেশন হয়ে যাবে।

মোবাইল রেজিস্ট্রেশন চেক

বিশেষ টিপস এর অনুরুপ ভাবে আপনি আপনার মোবাইল রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।

মোবাইল নিবন্ধন ওয়েবসাইট

মোবাইল নিবন্ধন ওয়েবসাইটের ঠিকানা http://www.neir.btrc.gov.bd/

সম্মানিত ভিজিটর আশা করি বিদেশি মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। ধন্যবাদ।

অন্য আর্টিকেল পড়ুনঃ Metlife Insurance Policy Details Bangla | Metlife Policy Number

Sonali Life Insurance Board of Directors | List of Insurance Companies in Bangladesh

Previous articleবিদেশ থেকে পার্সেল আনার নিয়ম | How to Receive Parcel From Abroad
Next articleপিজি হাসপাতালের কেবিন ভাড়া | পিজি হাসপাতাল কোথায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here